Advertisement

Responsive Advertisement

মহিলাদের সততার সঠিক মূল্যায়ন করেছেন প্রধানমন্ত্রী মোদী : মিমি মজুমদার


 
আগরতলা, ৯ এপ্রিল: মহিলারা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাদের যে সব দায়িত্ব দেওয়া হয় এগুলো তারা গুরুত্বের সঙ্গে পালন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের এই গুন গুলিকে উপলব্ধি করে তাদের যোগ্যতা অনুসারে দায়িত্বপূর্ণ কাজে লাগিয়েছেন। তাই এখন পেট্রোল পাম্প থেকে শুরু করে ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছেন একজন জনজাতি মহিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এসব সম্ভব হয়েছে। এই অভিমত প্রাক্তন বিধায়িকা ও প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদারের। মঙ্গলবার ৫নং খয়েরপুর মন্ডলের ২৫  এবং ২৯ নং বুথের মহিলা মোর্চার উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। খয়েরপুরের নির্বাচনী বুথ অফিসে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার, তিনি এদিন বক্তব্য রাখতে গিয়ে এই কথা গুলি বলেন। আরো বলেন, মহিলাদের উপর প্রধানমন্ত্রী মোদীর আশীর্বাদ রয়েছে। ঠিক সেই ভাবে মহিলারাও প্রধানমন্ত্রী মোদীকে আশীর্বাদ করছেন। 
দলের কার্যকর্তাদের মতো বিরোধী দলের নেতা কর্মীদের মধ্যেও কোন সন্দেহ নেই যে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, তারাও নিশ্চিত মোদী আবার প্রধানমন্ত্রী হচ্ছেন। তাই তারা এই বিষয়টি নিয়ে কোথাও কোন প্রশ্ন তোলছে না। তারা এখন মোদীর বক্তব্য নিয়ে প্রশ্ন করছে। প্রধানমন্ত্রী মোদী এবার ডাক দিয়েছেন এবার ৪০০পার করতে হবে। বিরোধীরা এখন বলছে ৪০০পার হবে তো, প্রধানমন্ত্রী যা বলেন তা করে দেখান। প্রধানমন্ত্রীর এই আহ্বান পূরণ করার জন্য মহিলারাও বিপুল ভোট দিয়ে বিজেপিকে জয়ী করাবেন। রাজ্যের দুটি আসনেই বিজেপি প্রার্থীদের জয়ী করানো জন্য মহিলা ও সকল অংশের ভোটারদের প্রতি আহ্বান রাখেন মিমি মজুমদার। 
এদিন সভায় মহিলা মোর্চার সভানেত্রীর পাশাপাশি ৫নং খয়েরপুর মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ