Advertisement

Responsive Advertisement

লোকসভা এবং উপনির্বাচনে অবসরপ্রাপ্তরা যেন বিজেপিকে ভোট দেয় এই আহ্বান

আগরতলা, ৩ এপ্রিল : রামনগর বিধানসভা এলাকায় বসবাসরত নানা অংশের অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়ে মঙ্গলবার এক বৈঠক অনুষ্ঠিত হয়। রামনগর বিধানসভার অন্তর্গত কৃষ্ণনগর এলাকার ছাত্র সংঘ ক্লাব সংলগ্ন একটি কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সরকারি কর্মচারী আন্দোলনের পুরোধা নেতা সমর রায়, ত্রিপুরার চা উন্নয়ন নিগমের প্রাক্তন চেয়ারম্যান সন্তুষ সাহা, ব্যোমকেশ চৌধুরী, রঞ্জিত দে সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
 সভায় বক্তব্য রাখতে গিয়ে সমর রায় বলেন, ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সে বছরের অক্টোবর মাসে পে কমিশন লাগু করা হয়। এর ফলে কর্মচারীরা দারুন ভাবে উপকৃত হয়েছেন। পরবর্তী সময়ে অধ্যাপক ডা মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ধাপে ধাপে আর ২৫ শতাংশ মহার্ঘ ভাতা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদেরকে দিয়েছেন। বাম জমানায় খুব সামান্য পরিমাণে মহার্ঘ ভাতা দেওয়া হলেও সকল স্তরের কর্মচারীদেরকে এই মহার্ঘ ভাতা থেকে ন্যূনতম এক থেকে দুই শতাংশ তাদের দলীয় ফান্ডে দিতে হতো, এটা ছিল বাধ্যতা মূলক। এছাড়াও সারা বছর নানা নামে কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায় করা হতো। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কর্মচারীদেরকে চাঁদার জুলুম থেকে মুক্ত করা হয়েছে। এখন কোন কর্মচারীকে চাঁদা দিতে হয় না। এর ফলে কর্মচারীরা একদিকে যেমন খুশি হয়েছে তেমনি চাঁদার জুলুম না থাকায় শান্তিতেও আছেন। এই ধারাকে অব্যাহত রাখার জন্য এবং আগামী দিনে কর্মচারীদের আরো অনেক সুবিধার কথা চিন্তা করে অবসর প্রত্যক্ষ কর্মচারীরা যেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করেন। পাশাপাশি রামনগর বিধানসভা কেন্দ্রে জনদরদি বিধায়ক সুরজিৎ দত্তের অকালপ্রয়াণে এই আসনে যে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তাতে বিজেপি প্রার্থী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রাখেন। দীপক মজুমদার সুরজিৎ দত্তের উত্তরসূরী হিসেবে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন। কারণ আগরতলা পুর নিগমের মেয়র হিসেবে দীপক মজুমদার মানুষের কল্যাণে একের পর এক কাজ করে যাচ্ছেন। তার কাজের ফলে আগরতলা পুর নিগমবাসী অনেক বেশি নাগরিক সুবিধা পাচ্ছেন। তিনি যদি রামনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তাহলে জনদরদী প্রাক্তন ও প্রয়াত বিধায়ক প্রযোজিত দত্তের মত মানুষের কল্যাণে কাজ করে যাবেন। তাই প্রয়াত বিধায়কের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দীপক মজুমদারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রাখেন। 
এদিনের এই বৈঠকে স্থানীয় এলাকার প্রায় পাঁচ শতাধিক অবসরপ্রাপ্ত কর্মচারীরা অংশ নিয়েছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ