Advertisement

Responsive Advertisement

সদর গ্রামীণ জেলায় কিষান মোর্চার উদ্যোগে কৃষক সমাবেশ

আগরতলা, ৭ এপ্রিল : বিজেপি'র সদর গ্রামীণ জেলা কিষান মোর্চার উদ্যোগে একই দিনে দুটি মন্ডলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথমটি হয় বামুটিয়া মন্ডলের বাজালগাঁট গ্রামে। প্রদীপ প্রজ্জ্বলন করে সমাবেশের শুভ উদ্বোধন করেন প্রদেশ কিষান মোর্চা সভাপতি প্রদীপ বরণ রায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি প্রদেশ কমিটির সদস্য প্রকাশ দাস, কিষান মোর্চা প্রদেশ সম্পাদিকা প্রতিচী ভৌমিক কিষাণ মোর্চা রাজ্য নেতা তথা গোমতী ডায়েরি প্রাক্তন চেয়ারম্যান সমীর দাস কিষান মোর্চা গ্রামীণ জেলা সভাপতি সমরেশ বিশ্বাস প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন কিষান মোর্চা বামুটিয়া মন্ডল সভাপতি সুখেন রায়। বিশেষ অতিথির ভাষণে প্রাক্তন মন্ত্রী বিজেপি নেতা প্রকাশ দাস সিপিএম ও কংগ্রেসের দীর্ঘকালের মানুষকে ধোকা দেওয়ার যে রাজনীতি ছিল তার বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন দুটি দলই ত্রিপুরা তথা ভারতের জনগণকে ধোঁকা দিয়েছে, তাই আসন্ন লোকসভা নির্বাচনে এদেরকে একটি ভোটও না দেওয়ার জন্য তিনি ভোটদাতাদের কাছে আবেদন জানান। প্রধান অতিথির ভাষণে প্রদেশ কিষান মোর্চার সভাপতি শ্রী প্রদীপ বরণ রায় পরিসংখ্যান দিয়ে গত ১০ বছরে ভারতের কৃষকের যে উন্নতি হয়েছে এবং বিজেপি সরকারের আমলে ভারতের গ্রামের মানুষ মোদিজীর গরীব ও কৃষক কল্যাণ প্রকল্পে যে পরিমাণ লাভবান হয়েছেন তার পরিসংখ্যান তুলে ধরেন ভারতে তথা রাজ্যে শান্তির ও প্রগতির জন্য উপস্থিত কৃষকগণকে পশ্চিম ত্রিপুরা বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানান। 
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রদেশ কিষান মোর্চা সম্পাদিকা শ্রীমতি প্রতিচী ভৌমিক, কৃষক নেতা সমীর দাস ও গ্রামীণ জেলা কিষান মোর্চার সভাপতি শ্রী সমরেশ বিশ্বাস প্রমুখ। পরবর্তী সভাটি হয় মোহনপুর মন্ডলের কলাগাছিয়া গ্রামে সেখানে বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কিষান মোর্চা সভাপতি শ্রী প্রদীপ বরণ রায়, সম্পাদিকা প্রতিচী ভৌমিক, গ্রামীণ জেলা কিষান মোর্চা সহ-সভাপতি শক্তিপদ দেব রায় বিজেপি মন্ডল সাধারণ সম্পাদক বিকাশ দাস প্রমুখ। সভায় প্রত্যেক বক্তা কেন্দ্রে বিজেপি সরকার ও রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের গ্রাম ও কৃষকের কল্যাণে যেসব প্রকল্প তার বিস্তারিত আলোচনা করেন এবং মোহনপুর থেকে রেকর্ড ভোটে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে এগিয়ে নিয়ে যেতে উপস্থিত কৃষকদের প্রতি আবেদন জানান। দুটি সভাতে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ