Advertisement

Responsive Advertisement

জাতি জনজাতি সকল অংশের জনগণের আস্থা ও বিশ্বাসের অপর নাম প্রধানমন্ত্রী মোদি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ এপ্রিল: জাতি - জনজাতি সকল অংশের জনগণের আস্থা ও বিশ্বাসের অপর নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মানুষ নরেন্দ্র মোদিকে তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। কারণ প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশ ক্রমশ বিকাশের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলছে এবং দেশ শক্তিশালী হচ্ছে। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের অন্যতম লক্ষ্যই হচ্ছে সকলের উন্নয়ন। 
                    রাজ্যে দুই দফার লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে শনিবার লংতরাইভ্যালি মহকুমার ছৈলেংটায় আয়োজিত সুবিশাল রোড শোয়ে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
                      আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনে নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে শেষমুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে চলছে জোর প্রচার। তবে অন্যান্য বিরোধী দলগুলিকে টেক্কা দিয়ে প্রচারের ময়দানে দাপিয়ে বেড়াচ্ছে শাসক ভারতীয় জনতা পার্টি। যার নেতৃত্বে খোদ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। নির্বাচন ঘোষণা হতেই ধর্মনগর থেকে আগরতলা, আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। ইতিমধ্যে পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাকি পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণ। আর সেই আসনে দলীয় প্রার্থীর সমর্থনে শনিবার ছামনু বিধানসভা কেন্দ্রের ছৈলেংটা এলাকায় সুবিশাল রোড শোয়ে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। 
                         পরে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, নির্বাচনী প্রচারে যেখানেই যাই সেখানেই মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। দেশ ও রাজ্যের সার্বিক উন্নয়নের নিরিখে মানুষ ভারতীয় জনতা পার্টির পাশে রয়েছে। ভারতীয় জনতা পার্টির সমর্থনে সারা রাজ্যেই জনস্রোত হয়েছে। পশ্চিম ত্রিপুরা আসনেও মানুষ আমাদের প্রবল সমর্থন করেছে। পূর্ব ত্রিপুরা আসনেও একইভাবে মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। 
                         এই নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, ছামনু এলাকার বিধায়ক শম্ভুলাল চাকমা, যুব নেতা নবাদল বনিক সহ জেলা ও মন্ডল স্তরের শীর্ষ নেতৃত্ব। এদিন এই সুবিশাল পদযাত্রা এলাকার বেশ কয়েক কিলোমিটার রাস্তা পরিক্রমা করে। এই পদযাত্রায় ছামনু বিধানসভা এলাকার হাজার হাজার কর্মী সমর্থক সামিল হন। আর এই পদযাত্রায় সবার মুখেই একটা নাম - 'মোদি' 'মোদি'।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ