Advertisement

Responsive Advertisement

বাংলা নববর্ষ উপলক্ষে হোটেল সোনারতরীতে ১৪থেকে ১৬ এপ্রিল পর্যন্ত খাবারের বিশেষ ছাড়

আগরতলা, ১২এপ্রিল : বাঙালির কিছু রীতিনীতি যুগ যুগান্তর ধরে চলে আসছে। বাঙালি বিশ্বের যে প্রান্তেই থাকে না কেন এই রীতিনীতি গুলি ঠিক পালন করে, এজন্যই বাঙালি অন্য সকল জাতি থেকে অনেকটাই ভিন্ন। প্রচলিত প্রবাদ রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আবার বাঙ্গালীকে ভোজন রসিক হিসেবেও ডাকা হয়ে থাকে। তাইতো বাংলা নববর্ষ থেকেই শুরু হয়ে যায় উৎসবের আমেজ সেইসঙ্গে আবার বছরের প্রথম দিনও ভুরিভোজের আয়োজন করা হয়। 
 বাঙালির এই সংস্কৃতির পালে হাওয়া দিতে প্রতি বছর রাজধানী আগরতলার অত্যন্ত সুপরিচিত হোটেল সোনারতরী তাদের রেস্তোরায় প্রতিবছর বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ খাবার-দাবারের আয়োজন করে থাকে। এবছর ও তার ব্যতিক্রম নয়, আগামী ১৪এপ্রিল ২০২৪ ইং হোটেল সোনারতরীর একান্তে রেঁস্তোরার উদ্যোগে নতুন ফুড মেনু শুরু হতে চলেছে। বাংলা নতুন বছর উপলক্ষে এই নতুন মেনু ১৪ তারিখ থেকে শুরু হবে এবং তা চলবে ১৬ তারিখ পর্যন্ত সব খাবারের ২০শতাংশ ছাড় থাকবে। আগরতলা শহরে বসে নানান রকমের নতুন নতুন খাবার যা বিশিষ্ট শেফর দ্বারা পরিচালিত যা ভুজন রসিকদের অবশ্যই স্বাদে গন্ধে রসনার চরম তৃপ্তির স্পর্শ দেবে। ১বৈশাখকে আরো বেশী আনন্দ মুখর করে তুলতে পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে সোনার তরীর একান্তে এসে এই মুহুতটিকে আরো বেশী মাত্রায় আনন্দ- মুখর করে তুলতে স্বর্নিবদ্ধ জানায় হোটেল সোনারতরী কর্তৃপক্ষ। শুক্রবার হোটেলে এক সাংবাদিক সম্মেলন করে হোটেল কর্তৃপক্ষের তরফে একথা জানানো হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ