আগরতলা, ২৯ মার্চ : পাচারকারীরা আগরতলা রেল স্টেশন কে পাচারের করিডোর হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ। কিছু কিছু ক্ষেত্রে পাচার তালে গাঁজা সহ পাচারকারীরা ধরাও পড়ছে। কিন্তু গাঁজা পাচার বন্ধ হচ্ছে না। আবারো আগরতলা রেল স্টেশনে গাজা সাহা ধৃত দুই যুবক। ধৃতরা হলো বাবুল নাগ ও সুধাংশু কুমার। দুই জনেরই বাড়ি বিহার। বৃহস্পতিবার রাতে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আগরতলা রেল স্টেশন দিয়ে গাঁজা পাচার করতে গিয়ে লক্ষাধিক টাকার গাঁজা সহ আটক করা হয় তাদের। উদ্ধারকৃত গাঁজার পরিমান ৩৯ কেজি বলে জানিয়েছে আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস। এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ওসি। পুলিশের অনুমান গুহাটি কিংবা বিহারে এই গাঁজা পাচার করতে চেয়েছিলো এরা। রাজ্য সরকার নেশা মুক্ত ত্রিপুরা গড়তে চাইলেও নেশা কারবারিরা রমরমিয়ে অবৈধ নেশার বাণিজ্য চালিয়েই যাচ্ছে। বারে বারে তা প্রমাণিত হচ্ছে।
0 মন্তব্যসমূহ