Advertisement

Responsive Advertisement

আগরতলায় মহাধর্মসভা ও সহস্র কণ্ঠে গীতা পাঠের আয়োজন




আগরতলা, ২০মার্চ : আগামী ২২ মার্চ আগরতলার আস্তাবল ময়দানে মহাধর্মসভা ও সহস্র কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের উদ্যোক্তা রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘ। বুধবার সংঘের পক্ষ থেকে আগরতলা প্রেসক্লাবে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংঘের পৃষ্ঠপোষক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ত্রিদণ্ডী ভিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজ, আরএসএস-এর সংঘ চালক বিমল কান্তি রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংঘের পৃষ্ঠপোষক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল জানান, এই ধরনের উদ্যোগ উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সর্বপ্রথম। মহা ধর্ম সভায় অংশগ্রহণ করতে রাজ্যের বিভিন্ন প্রান্তসহ বহিঃরাজ্য থেকেও সাধু সন্তরা আসবেন। তিনি রাজ্যের সকল অংশের জনগণকে মহা ধর্মসভায় এবং সহস্র কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। তিনি বলেন, সনাতন ধর্মকে বেশি করে প্রচার-প্রসারের জন্যই এই ধরনের উদ্যোগ। সনাতন ধর্ম বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম এবং আদি ধর্ম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ