Advertisement

Responsive Advertisement

শিক্ষক অভিভাবকদের বচসার জেরে ধুন্ধুমার কান্ড ধর্মনগরের ভাগ্যপুর স্কুলে


অয়ন নাগ, ধর্মনগর, ১৮ মার্চ : ভাগ্যপুর ইন্দ্রমণি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক এবং শিক্ষকের মধ্যে ধুমধুমার কান্ড, পরিস্থিতি সামাল দিতে ধর্মানগর থানার পুলিশ। সোমবার ধর্মনগরের ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতে ইন্দ্রমনি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে ধুমধুমার কান্ড ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, বিদ্যালয়ে সেক্টর অফিসার আসবেন তাই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।অভিভাবকটা জানান প্রধান শিক্ষক বলেছেন ছাত্রছাত্রীরা যে যা পারে তাই যেন পরিবেশন করে। একটি ছোট বাচ্চা মেয়ে তার পছন্দমত একটি গান পরিবেশন করতে গেলে বিদ্যালয়ের শিক্ষক রাধাকান্ত সিনহা এই গানের তীব্র প্রতিবাদ জানিয়ে ছোট্ট মেয়েটিকে বকাবকি শুরু করে। মেয়েটি কান্নায় ভেঙ্গে পড়ে। তাছাড়া বিদ্যালয়ের বেশ কিছু ছাত্র-ছাত্রী জানায় তাদেরকে রাধাকান্ত সিনহা নামে এক শিক্ষক যাচ্ছে তাই বকাবকি এবং মারধর করেন। একে কেন্দ্র করে একদিকে ছাত্র-ছাত্রী এবং অভিভাবক অন্যদিকে শিক্ষক মন্ডলী বিদ্যালয়ের মধ্যে বচসার সৃষ্টি হয়। কোন পক্ষই হার মানতে নারাজ। প্রধান শিক্ষক উভয়পক্ষকে শান্ত করার প্রচেষ্টা চালিয়ে বারে বারে ব্যর্থ হয়ে অবশেষে ধর্মনগর পুলিশ স্টেশন এর শরণাপন্ন হয় পুলিশ স্টেশন থেকে ধর্মনগর থানার পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ