Advertisement

Responsive Advertisement

বিজেপি কৃষান মোর্চার সিমনা মন্ডলের উদ্যোগে গো মাতা পূজা ও কিষান চৌপাল


আগরতলা, ৮ মার্চ : বিজেপি কিষাণ মোর্চার সিমনা মন্ডলের উদ্যোগে শুক্রবার ব্রহ্মকুণ্ড পঞ্চায়েত প্রাঙ্গনে গোমাতা পূজা ও কিষান চৌপাল অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন ও গোমাতা পূজন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বিজেপি কিষান মোর্চার প্রদেশ সভাপতি প্রদীপ বরন রায়। এতে উপস্থিত ছিলেন কিষান মোর্চা প্রদেশ কমিটির সম্পাদিকা প্রতিচী ভৌমিক, কিষান মোর্চা গ্রামীণ জেলা সভাপতি সমরেশ বিশ্বাস, গ্রামীণ জেলা বিজেপি সম্পাদক ভানু রুদ্রপাল, বিশিষ্ট সমাজসেবী তথা ব্রহ্ম কুণ্ড নেতাজী সুভাষ ফার্মাস ক্লাবের সভাপতি প্রসণজিৎ শ্যাম সহ স্থানীয় নেতৃত্বরা।
সভায় সভাপতিত্ব করেন সিমনা মন্ডল কিষান মোর্চার সভাপতি বেনু ভূষণ দেব। প্রধান অতিথির ভাষণে কিষান মোর্চার রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায় বলেন, ২০১৪এর ভারতবর্ষ আর ২০২৪ এর ভারত বর্ষের মধ্যে অনেক তফাৎ হয়েছে। ২০১৪ ভারতবর্ষকে বিশ্বের গরীব দেশগুলোর মধ্যে তুলনা করা হতো এবং ২০২৪ এ ভারতবর্ষ বিশ্বের ৫ নম্বর উন্নত দেশ, এটাই হলো দুর্নীতিহীন গরিব কল্যাণের প্রধানমন্ত্রী মোদির ১০ বৎসর। বিশ্বের অন্যান্য দেশ গুলি আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত মোদীকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নিমন্ত্রণ করে রেখেছেন। সমগ্র বিশ্বে এটা নিশ্চিত মোদি তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন। এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের গত ছয় বৎসরে ত্রিপুরার প্রভূত উন্নতি সাধিত হয়েছে। শিক্ষা স্বাস্থ্য পানীয় জল কৃষি পর্যটন বিদ্যুৎ যোগাযোগ সব ক্ষেত্রে আজ ত্রিপুরা ভারতের মধ্যে অন্যতম রাজ্য হয়ে আত্মপ্রকাশ করেছে এটাই মোদিজীর নির্দেশিত পথে আমাদের মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের প্রমাণ। তিনি বলেন কুরুক্ষেত্রের যুদ্ধে পান্ডবদের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন কৌরবদের পক্ষে দুর্যোধন দুঃশাসনের সাথে অনেকেই ছিলেন কিন্তু তারা পরাজিত হয়েছেন কারণ ওরা অন্যায়ের পক্ষে ছিলেন। তাই সিমনা মন্ডলের এখন ও যারা দুর্যোধন দুশাসনের সাথে আছেন তাদেরকে বুঝাতে হবে উনারা যেন ধর্মের পথে চলে আসেন প্রগতির পথে চলে আসেন। আমরা ত্রিপুরার মানুষ অকৃতজ্ঞ নই, যিনি আমাদেরকে কভিডের হাত থেকে বাঁচিয়েছেন, খাবার দিয়েছেন, উজ্বলা যোজনার মাধ্যমে গ্যাস দিয়েছেন বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের ত্রিপুরাকে সুখে শান্তিতে রেখেছেন উনার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্বরূপ আগামী লোকসভা নির্বাচনে বিরাট ব্যবধানে জয়ী করে দুটি পদ্ম ফুল মোদিজিকে উপহার দেব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রদেশ কিষান মোর্চার সম্পাদিকা প্রতিচী ভৌমিক ও কিষান মোর্চা জেলা সভাপতি সমরেশ বিশ্বাস প্রমুখ সবাই কৃষক কল্যাণে এবং রাজ্য কেন্দ্র সরকারের গরীব কল্যাণের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। এদিনের কর্মসূচিতে স্থানীয় এলাকার কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তাদের বক্তব্য শুনে উপস্থিত জনতা করতালিতে ভরিয়ে তুলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ