Advertisement

Responsive Advertisement

দিল্লিতে করা ত্রিপাত্রিক চুক্তি ঐতিহাসিক, অভিমত প্রদ্যুৎ কিশোরের



আগরতলা, ৩ মার্চ : কেন্দ্র সরকার, ত্রিপুরা সরকার ও তিপ্রামথার মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা ঐতিহাসিক। রবিবার দিল্লি থেকে ফিরে এসে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথাগুলো বলেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। তিনি আরো বলেন চুক্তি স্বাক্ষরিত হয়েছে তবে এই চুক্তিকে বাস্তবায়িত করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এই চুক্তি বাস্তবায়ন করা হচ্ছে তার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বলেও জানান তিনি এদিন। এটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি ইতিহাস এবং রাজ্যের পরিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে তাদেরকেও সংযুক্ত করার কথা জানিয়েছেন। শুধুমাত্র তিপ্রামথাই অন্যান্য রাজনৈতিক দলের তরফেও চুক্তি স্বাক্ষর করার জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে। তাই তিনি সকলের কাছে কৃতজ্ঞ বলেও জানান।
বিজেপি ইতিমধ্যে পশ্চিম লোকসভা আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে, তিপ্রামথা কি দুটি আসনেই নিজেদের প্রার্থী দেবে? সাংবাদিকদের করা এই প্রশ্নের উত্তরে তিনি জানান নিজেদের মধ্যে আলোচনা করে তারপর সিদ্ধান্তে উপনীত হবেন। বিমানবন্দর থেকে সোজা তিনি বড়মুড়া পাহাড়ের যেখানে দলের কর্মী সমর্থকরা আন্দোলন করছে সেখানে যাবেন বলে জানান। 
 এদিন তার সঙ্গে দিল্লি থেকে তার দলের অন্যান্য নেতারাও রাজ্যে ফিরেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ