Advertisement

Responsive Advertisement

TNGCL এর গ্যাসের পাইপ লাইন ফেটে লিচুবাগান এলাকায় ভয়াবহ অবস্থা




 আগরতলা, ৩ মার্চ : আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে লিচু বাগান এলাকায় vip রোডের পাশে কভার ড্রেন নির্মাণের জন্য ড্রজার দিয়ে মাটি কাটার সময় TNGCL এর বড় আকারের একটি পাইপ ফেটে প্রচন্ড শব্দে গ্যাস বের হতে থাকে এই ঘটনা রবিবার বেলা ১১টা নাগাদ। গ্যাসের গন্ধে আশেপাশের এলাকা ভরে যায়। গ্যাসের গন্ধ পেয়ে স্থানীয় এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের অভিযোগ দীর্ঘ ৩০ মিনিটে বেশী সময় ধরে এভাবে বিপদজনক ভাবে গ্যাস বেরিয়ে যাচ্ছে কিন্তু TNGCL এর কোন আধিকারিক বা কর্মীকে দেখা যায়নি। মানুষের আতঙ্ক রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাত্রীবাহী গাড়ী চলচল করছে, যদি কোন ভাবে একটি আগুনের ফুলকি পড়ে তবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে। এর জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বেশ কিছুক্ষণ পর খবর পেয়ে অবশেষে TNGCL এর মেরামত শাখার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান দীর্ঘ সময়ের চেষ্টায় ফেটে যাওয়া পাইপ মেরামত করে বড়সড় দুর্ঘটনার হাত থেকে এলাকাকে রক্ষা করেন। মেরামত চলাকালীন সময়ে পাইপ লাইনের বন্ধ করা হয়েছিল বলে জানা গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ