Advertisement

Responsive Advertisement

জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষ্যে দক্ষিন জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে কর্মসূচি

 বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৬ ফেব্রুয়ারী: শান্তিরবাজার মহাকুমার ট্রাইজংশান এলাকায় দক্ষিন জেলার পরিবহন দপ্তরের উদ্দ্যোগে ৩৫ তম জাতীয় সড়ক সুরক্ষা মাস ২০২৪কে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার পরিবহন দপ্তরের আধিকারিক সৌমেন দেব , শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা, শান্তিরবাজার জেলা হাসপাতালের মেডিকেল সুপার  জে এস রিয়াং, মোটর ভেইকেলস ইনেস্পেক্টর জহর রিয়াং, বিশিষ্ট সমাজসেবী অলক দাস, বাপ্পী দেবনাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কিভাবে সড়ক দুর্ঘটনা এড়ানো নিয়ে আলোচনা করে। তার পাশাপাশি সড়ক দুর্ঘটনার আহতদের চিকিৎসা পরিষেবা প্রদানে সাহায্যের হাত বাড়িয়ে দিলে সরকারী ভাবে পুরষ্কৃত করার দিকগুলি নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যশেষে মোটর ভেইকেলসের উপর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠীত করাহয়। কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ও বিগতদিনে দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত বসে আঁকো প্রতিযোগীতায় অংশগ্রহন কারীদের মধ্যে বাছাইকরে পরিবহন দপ্তরের উদ্দ্যোগে পুরস্কৃত করাহয়। এছাড়া ভালো যান চালক ও দুর্ঘটাগ্রস্থ আহদের চিকিৎসা পরিষেবা প্রদানে কয়েকজনকে বাছাই করে পরিবহন দপ্তরের উদ্দ্যোগে পুরষ্কৃত করাহয়। পরিবহন দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ