Advertisement

Responsive Advertisement

চাকমা ঘাটের খোয়াই নদীর ব্যারেজের সুইচগেট ভেঙ্গে জল বেরিয়ে যায়

আগরতলা, ২৩ফেব্রুয়ারী : বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল চাকমাঘাট এলাকা। দুদিনের বৃষ্টিতেই তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকায় খোয়াই নদীর ব্যারেজের উপর দিয়ে উপচে পড়ছে জল। স্থানীয় এলাকার বাসিন্দাদের বক্তব্য ব্যারেজের সুইস গেট গুলো বন্ধ থাকার কারণে বাঁধের উপরের দিকের অংশে প্রচুর পরিমাণে জল জমে যায়, এক পর্যায়ে বাঁধের উপর দিয়ে জল উপচে পড়ছিল। জলের চাপ সহ্য না করতে পেরে দুটি সুইজ গেট ভেঙ্গে যায়। এমনকি ব্যারেজের পাশের সেতুটিও জলের চাপে কাঁপছিল, যেকোনো সময় ভেঙ্গে যেতে পারতো সেতুটি। অবশেষে সুইজগেট গুলো খুলে দেওয়ায় অতিরিক্ত জল বেরিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ