Advertisement

Responsive Advertisement

আগরতলায় প্রদেশ বিজেপির জনজাতি মোর্চার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

 আগরতলা, ২৭ ফেব্রুয়ারী : প্রদ্যুৎ কিশোর দেববর্মন যখন নিজের পাল্লা ভারি করার জন্য একের পর এক রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন, এই পরিস্থিতিতে বসে নেই ত্রিপুরা প্রদেশ বিজেপিও। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপির জনজাতি মোর্চার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। রাজধানী আগরতলার ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ সম্পাদক বিপিন দেববর্মা, জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা, জনজাতি নেতা বিদ্যুৎ দেববর্মা, মঙ্গল দেববর্মা, উপেন্দ্র দেববর্মাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 বৈঠক শুরুর আগে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে বলেন, আগামী দিনের জন্য জনজাতি মোর্চা কি ভাবে কাজ করবে, জনজাতি এলাকায় কি করে সংগঠনকে আরো মজবুত করা যায়, এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এদিনের বৈঠক ডাকা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের বিকাশের জন্য এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহার নেতৃত্বে জনজাতিদের কল্যাণে যে সকল কাজ করা হয়েছে এগুলো আরো ব্যাপক আকারে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে। রাজ্য বিধানসভায় ২০টি জনজাতি সংরক্ষিত আসন রয়েছে, এই আসন গুলিতে বিস্তারক পাঠানো হয়েছিল, যেখানেই দুর্বলতা দেখা গিয়েছে সেখানে সংগঠনকে মজবুত করার জন্য কাজ চলছে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ