Advertisement

Responsive Advertisement

বিচারকের কাছে জবানবন্দী দিতে এসে আবারো নির্যাতনের শিকার: মহিলা কংগ্রেসের অভিযোগ

আগরতলা, ১৯ফেব্রুয়ারী : ধর্ষণের জবান বন্দি দিতে এসে বিচারকের হাতে আবার যৌন হেনস্থা শিকার হয়েছেন নির্যাতিতা বলে অভিযোগ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের। সোমবার সন্ধ্যায় আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। তিনি বলেন গত ১৬ ফেব্রুয়ারি এই নির্যাতনের ঘটনা ঘটিয়েছেন ধলাই জেলার অন্তর্গত কমলপুর মহকুমা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সেদিন বিচারক নির্যাতিত মহিলাকে চেম্বারে ডেকে নেন এবং সঙ্গে থাকা মহিলা পুলিশ কর্মীদেরকে বাইরে চলে যেতে বলেন এবং দরজা বন্ধ করে নির্যাতন চালান বলে অভিযোগ। তখন নির্যাতিতা মহিলা কান্না শুরু করলে রুম থেকে তাকে বের করে দেন বলে অভিযোগ করেন। এমনকি সাংবাদিক সম্মেলনে তিনি এই বিষয়ে মহিলার লিখিত অভিযোগের কপিও তুলে দেন উপস্থিত সাংবাদিকদের হাতে।
 মহিলা কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা করে এবং অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। তা না করা হলে আগামী দিন তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও এদিন জানিয়ে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ