Advertisement

Responsive Advertisement

কেন্দ্র ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানালো ব্রু জনজাতিদের বিভিন্ন সংগঠন

আগরতলা, ২৩ ফেব্রুয়ারী: মিজোরাম থেকে রাজ্যে আসা ব্রু রিয়াং জনজাতিদের দীর্ঘ বছরের সমস্যার সমাধান হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে ব্রু রিয়াং জনজাতিদের বিভিন্ন সংগঠন। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে নেতৃবৃন্দ সরকারকে ধন্যবাদ জানান। জাতি দাঙ্গার ফলে মিজোরাম থেকে আসা ব্রু রিয়াং শরণার্থীদের সমস্যার সমাধান হওয়ায় তারা ধন্যবাদ জানান। এদিন আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে ব্রু নেতা লাল্ডিংলিয়ানা বলেন, মিজোরামে দাঙ্গার ফলে প্রাণ বাঁচাতে তারা ত্রিপুরা আশ্রয় গ্রহণ করেছিলেন। সেই সময় তাদের প্রতি কেউ সহানুভূতি প্রদর্শন করেনি। কিন্তু রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠিত হওয়ার পর তাদের সমস্যা স্থায়ী সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়। বর্তমানে ১২টি জায়গায় তাদের পূর্ণবাসন প্রদান ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। এই সুবিধা প্রদানের জন্য তারা রাজ্য সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, চুক্তি অনুযায়ী রাজ্যের ১২টি জায়গায় ৩৭ হাজার ব্রু জনজাতির ৬,৫৫৯টি পরিবারকে স্থায়ী ভাবে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ