Advertisement

Responsive Advertisement

বিএসএফের গাড়ি সাজিয়ে পাচারের সময় কমলপুরে আটক ৭৭ লক্ষ টাকার গাঁজা


আগরতলা, ৩ ফেব্রুয়ারী : মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্য জোড়ে পুলিশ অবৈধ নেশা বিরোধী অভিযান জারি রেখেছে। পুলিশের এই অভিযানে আন্ত:রাজ্য নেশা পাচারকারীরাও অনেক বেশি সতর্ক হয়ে গিয়েছে। তারা নিত্যদিন নেশা পাচারের জন্য নানা কৌশল অবলম্বন করছে পুলিশের চোখে ধুলা দিয়ে নেশা পাচারের জন্য। কিন্তু তারপরও পুলিশের সক্রিয়তার কারণে প্রায় প্রতিদিনই নেশা কারবারীরা আটক হচ্ছে পুলিশের জালে। শুক্রবার রাতে অভিনব কৌশলে গাঁজা পাচারের সময় পুলিশের হাতে ধরা পরল বিপুল পরিমাণ গাঁজা। এদিন রাতে পাচারকারীরা পুলিশের চোখ এড়িয়ে যাওয়ার লক্ষ্যে বিএসএফ যে ধরনের গাড়ি ব্যবহার করে ঠিক সেই রঙের একটি বুলেরো গাড়িতে বিএসএফের স্টিকার লাগিয়ে এর মধ্যে বিপুল পরিমাণে গাঁজা বুঝাই করে বহি:রাজ্যের দিকে রওনা হয়। ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত দূর্গা চৌমুহনি এলাকায় গাড়িটি আসার পর কমলপুর থানার টহলরত পুলিশ গাড়িটিকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। তখন পাচারকারীরা গাড়িটি রাস্তায় দাঁড় করিয়ে অন্ধকারে ঘা ঢাকা দেয়। গাড়িতে তল্লাশি চালিয়ে ৪১প্যাকেটে প্রায় ৩৮২ কেজি গাঁজা উদ্ধার হয়। কালোবাজারে যে গুলোর মূল্য প্রায় ৭৭ লক্ষ টাকা। পুলিশ এনডিপিএস আইনে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এই গাঁজা গুলো কোথা থেকে আসছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। কারা পাচারের সঙ্গে জড়িত তা জানার চেষ্টা শুরু করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ