Advertisement

Responsive Advertisement

বৃদ্ধাশ্রম

               
                                         কল্যানী ভট্টাচার্য


মায়ের আশা ঘুচবে দুঃখ
সন্তান বড় হলে। 
সেই আশাতেই মা যে আমার
ভাসে নয়ন জলে। 
মায়ের স্নেহের পরশে
সন্তান বড় হয় আপন মনে। 
কিন্তু বড় হয়ে ভুলে যায়
সন্তান সেই দিন সনে। 
বড় হয়ে সন্তান ব্যস্ত
নিজ সংসার নিয়ে। 
তাইতো মা কে থাকতে হয়
বৃদ্ধাশ্রমে গিয়ে। 
বৃদ্ধাশ্রমে গিয়ে ও মা
সন্তানের দোয়া করে। 
কখনো মোর সন্তান যেন
বিপদে না পড়ে।
                     (তারিখ-০১/০১/২০২৩)



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ