Advertisement

Responsive Advertisement

লরি চালকদের বন্ধ হচ্ছে না বলে সাংবাদিকদের বিএমএস'র পক্ষ থেকে জানানো হয়


অয়ন নাগ, ধর্মনগর, ২জানুয়ারি : হিট এন্ড রানবিল রিপোর্ট ২৪৮ এ রাজ্যসভায় প্রস্তাব উঠেছিল কোন দুর্ঘটনা ঘটলে লরি চালককে ১০বছরের জেল এবং ১০লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এই প্রস্তাবকে ধিক্কার জানিয়ে বিএমএস'র নামে রাজ্যের বিভিন্ন জায়গায় লড়ি চলাচল বন্ধ হয়ে যাবে বলে যে কথা ছড়ানো হচ্ছে তা বিভ্রান্তিমূলক বলে ধর্মনগর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা প্রদেশের প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘের সভাপতি বিপ্লব দাস এবং উত্তর জেলার বি এম এস এর সভাপতি সুব্রত রুদ্রপাল জানান। তবে লড়িচালকদের বিরুদ্ধে এই ধরনের প্রস্তাবের বিরোধিতা করে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ ৩ জানুয়ারি ২০২৪ এ আইএসবিটি এবং জেলাশাসকের অফিসের নিচে ধরনায় বসবে ফ্লোরি চালকরা। তবে কোন ধরনের বন্ধ সংঘটিত হবে না। প্রতিটি মহকুমা এবং জেলাস্তরে এই ধরনা সংঘটিত হবে। ৪ জানুয়ারি থেকে সাত জানুয়ারি পর্যন্ত সংসদে এই বিলের পক্ষে-বিপক্ষে আলোচনা হবে। ৯ জানুয়ারি বি এম এস এর পক্ষ থেকে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে চিঠি প্রদান করা হবে। ১০ জানুয়ারি জেলাভিত্তিক কর্মসূচি রয়েছে এই প্রস্তাবের বিরোধিতা করে।। ১১ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই প্রস্তাবটি বিবেচনার জন্য চিঠির প্রদান করা হবে। ১২ই জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন মহকুমা, জেলা এবং তরেস্তরে এর বিরোধিতা করে প্রতিবাদ জানানো হবে। তারপর মজদুররা শ্রমিকদের স্বার্থে সঠিক ব্যবস্থার গ্রহণ করে প্রস্তাব বিবেচনার জন্য সুষ্ঠুভাবে প্রতিবাদ গড়ে তোলা হবে। তবে কিছুসংখ্যক দুষ্কৃতী bms এর নাম দিয়ে বিভিন্ন জায়গায় সভা করছে এবং ৩ জানুয়ারি থেকে রাজ্যে লরি চালকরা লরি বন্ধ করে দেবে বলে যে হুমকি দিচ্ছে তা বিভ্রান্তিকর এবং এর সাথে বি এম এস এর কোন যোগাযোগ নেই।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ