Advertisement

Responsive Advertisement

মে মাসে আগরতলা বিমানবন্দরে আইএল সিস্টেম চালু হবে: সুশান্ত চৌধুরী

আগরতলা, ১১ জানুয়ারি : মে মাস থেকে আগরতলার এমবিবি বিমানবন্দরের ইন্সট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম তথা আইএলএস চালু হয়ে যাবে। বর্তমানে এই সিস্টেমটি বিমানবন্দরে লাগানো রয়েছে তবে তা এখনো কার্যকর হয়নি। রাজ্য সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বৃহস্পতিবার বিধানসভায়এ তথ্য জানিয়েছেন। 
তিনি আরো বলেন, আগরতলা বিমান বন্দর হলো একটি ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুলস জাতীয় বিমান বন্দর, যেখানে কোনো বিমান এর প্রবেশ অবতরণ এবং উড়ান ব্যবস্থাপনা নাভিগেশন এইডস, ভিজ্যুয়াল এইডস এবং ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং এইডস এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বিমানের সঠিক অবতরণের সহায়ক হিসাবে ব্যবহৃত হয় যা স্বাভাবিক এবং প্রতিকূল আবহাওয়া পরিস্থিতিতে যেকোনো বিমানকে তার রানওয়েতে অবতরণ করার জন্য নির্দেশিকা প্রদান করে। আই এল সিস্টেম হলো এমন একটা সিস্টেম যা বিমানের পাইলটকে ৮০০ মিটার দূরত্বের কম দৃশ্যমান অবস্থায় বিমান রানওয়েতে নিরাপদে অবতরণ করার জন্য ভের্টিকাল এবং লেটেরেল উভয় নির্দেশিকা প্রদান করে। বর্তমানে আগরতলা বিমান বন্দরে এই সিস্টেম চালু না থাকায় বিমানের পাইলটরা বিমান উঠানামা করার জন্য ভার্টিকাল অমনি রেঞ্জ এবং ডিসটেন্স মেজারিং ইকীউপমেন্ট পরিচালিত ব্যবস্থার উপর নির্ভরশীল। এই ব্যবস্থার মাধ্যমে ১২০০ মিটার দৃশ্যমানতা অবস্থার মধ্যে বিমান নিরাপদে অবতরণ করানো যায়। এম বি বি বিমান বন্দরের পরিবর্তন করে নতুন সিস্টেম চালু করার উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ