Advertisement

Responsive Advertisement

জনজাতি সুরক্ষা মঞ্চের দাবির বিরোধিতা করলো আরো একজন জাতিভিত্তিক দল INPT

আগরতলা, ১৯ ডিসেম্বর : আগামী ২৫ ডিসেম্বর ক্রিস্টমাস উৎসবে দিন জনজাতি সুরক্ষা মঞ্চের তরফে আগরতলা শহরে যে র‍্যালির আয়োজন করা হয়েছে তার বিরোধিতা করতে জন জাতিভিত্তিক দল INPT, মঙ্গলবার রাজধানী আগরতলার কৃষ্ণনগর এলাকার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই আপত্তির কথা জানান দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিব চন্দ্র দেববর্মা। তিনি আরো বললেন এমন একটি বিশেষ দিনে এভাবে একটি রেলি করা ঠিক নয়। কারণ জনজাতি সুরক্ষা মঞ্চের রেলির বিষয়টি বিতর্কিত। সুরক্ষা মঞ্চ দাবি জানিয়েছে জনজাতি অংকের যে সকল মানুষ সনাতন ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে তাদের তফসিলি জাতি অধিকার খারিজ করতে হবে। এ প্রসঙ্গে তার অভিমত বর্তমানে ভারতীয় সংবিধানে এমন কোন নিয়ম নেই।
এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা শ্রুত স্রোত রঞ্জন খিসা। তিনি বলেন জনজাতি সুরক্ষা মঞ্চের দাবি সংবিধান বিরোধী। সংবিধান সংশোধন করলে এই দাবি করা যেতে পারে কিন্তু বর্তমান সময়ে এই যেমন দাবি করা সম্ভব নয় বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ