Advertisement

Responsive Advertisement

১৪ বাধারঘাট মন্ডলে সভায় ২৮ পরিবারের ৯৭ জন ভোটার বিজেপিতে শামিল

আগরতলা, ১৯ ডিসেম্বর: লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও অন্যান্য বিরোধী দলগুলিকে পেছনে পেলে রাজনৈতিক কার্যকলাপে এগিয়ে রয়েছে শাসকদল বিজেপি। শহর থেকে পাহাড় প্রতিদিনই কর্মসূচি চলছে। এই কর্মসূচির ফলে প্রতিনিয়ত বিরোধী শিবিরের ধ্বস নামছে। প্রতিদিনই বিরোধী দল ছেড়ে শাসক দলে ঝাঁকে ঝাঁকে ভোটাররা আসছেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার ১৪ বাধারঘাট মন্ডলের অন্তর্গত ৬৫ নং বুথে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় ২৮ পরিবারের ৯৭ জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হন। উক্ত সভায় উপস্থিত ছিলেন সদর শহরাঞ্চল জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, বিধায়িকা মিনারানী সরকার, মন্ডল সভাপতি কেশব নন্দন দত্ত প্রমুখ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সদর শহরাঞ্চল জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য বলেন বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার মানুষের কল্যাণে একের পর এক কাজ করছে। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করছেন। সরকারের এই উন্নয়ন্মুখী কাজের জন্য মানুষ অন্য দল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। আগামী লোকসভা নির্বাচনে আরো বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসতে বলে জানান তিনি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ