Advertisement

Responsive Advertisement

সামরিক উর্দি পরে গাঁজা পাচারের সময় আগরতলা রেলওয়ে স্টেশনে আটক বিহারের যুবক

আগরতলা, ৬ ডিসেম্বর : নেশা বিরোধী অভিযানে ত্রিপুরা পুলিশ যত সক্রিয় হচ্ছে পাচারকারীরাও পুলিশের চোখ ফাঁকি দিয়ে নতুন নতুন কৌশলে নেশা সামগ্রী পাচারের পথ খুঁজে নিচ্ছেন। ঠিক এমন এক ঘটনার সাক্ষী আগরতলা রেলওয়ে পুলিশ। সামরিক পোশাক পরে জওয়ান সেজে গাঁজা পাচার করতে গিয়ে বিহারের এক যুবক আটক আগরতলায়। রেল পুলিশ থানার ওসি সনজিৎ সেন জানান আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাবার সময় তল্লাশি চালাচ্ছিলেন আরপিএফ জওয়ানরা। তখন আসাম রাইফেলের উর্দিপরা এক যুবক ট্রলি ব্যাগ এবং পিঠে ব্যাগ নিয়ে পার্সেল গেট দিয়ে রেল স্টেশনে প্রবেশ করে। তখন আরপিএফ জওয়ানদের সন্দেহ হয়। যুবকের কাছে আসাম রাইফেলের পরিচয় পত্র চাওয়া হলে সেই যুবক পরিচয়পত্র পুলিশকে দেখাতে পারেনি। তখন ব্যাগ গুলি তল্লাশি করে তার কাছ থেকে ২১ কেজি শুকনা গাঁজা পাওয়া যায়। সে জানিয়েছে তার নাম শ্রাবণ কুমার। বাড়ি বিহারে। পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। বর্তমানে সে পুলিশ রিমান্ডে রয়েছে। তার সাথে আরো কে কে জড়িত আছে এবং কোথায় থেকে এই গাঁজা গুলো আনা হয়েছে তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। তার সাথে জড়িতদের খুব দ্রুত আটক করতে সক্ষম হবে বলেও জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ