Advertisement

Responsive Advertisement

বাধারঘাটে ৪৯পরিবারের ১৭৪ ভোটার বিজেপিতে সামিল

আগরতলা, ২১ডিসেম্বর: লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি নিজেদের শক্তি বৃদ্ধি করতে ব্যস্ত, এর অংশ হিসেবে রাজ্যে প্রায় প্রতিদিনই সাংগঠনিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এই কর্মসূচি গুলিতে নিয়মিত ভাবে বিরোধী দল ছেড়ে ভোটাররা শাসক দল বিজেপিতে যোগদান করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বাধারঘাট মন্ডলের অন্তর্গত ৩২ নং বুথে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দলের সদর শহরাঞ্চল জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, বিধায়িকা মিনা রানী সরকার, মন্ডল সভাপতি কেশব নন্দন দত্ত, বুথ সভানেত্রী ভারতী দাস দেব প্রমুখ। এই সভায় ৪৯পরিবারের ১৭৪জন ভোটার অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। 
নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃবৃন্দ। সদর শহরাঞ্চল জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য বলেন, বর্তমান সরকার সকল অংশের মানুষের জন্য কাজ করছে। এই উন্নয়ন দেখে মানুষ বিজেপিতে সামিল হচ্ছেন। মানুষের আশীর্বাদ নিয়ে আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি আবার ক্ষমতায় আসছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ