Advertisement

Responsive Advertisement

স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবিতে অভিভাবকরা প্রধান শিক্ষককে ডেপুটেশন দিলেন

আগরতলা, ২২নভেম্বর : রাজধানী আগরতলা ধলেশ্বর এলাকার রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের পরিকাঠামো উন্নয়নের দাবিতে সরব হলেন ছাত্রদের অভিভাবকরা। 
অভিভাবকদের অভিযোগ স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নেই, যার ফলে পড়াশোনা সঠিকভাবে হচ্ছে না। নেই কোন ধরনের সুযোগ সুবিধা, স্কুলের কোন উন্নতি হয়নি বিগত দীর্ঘ বছর ধরে। অবিলম্বে স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবিতে বুধবার প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন দেন অভিভাবক মন্ডলী। সেই সঙ্গে তারা স্কুল কর্তৃপক্ষকে সাত দিনের সময় বেঁধে দেন, এই সময়ের মধ্যে পরিকাঠামো উন্নয়ন করার জন্য। তা না হলে তারা জোরদার আন্দোলন করবেন বলে জানান।
কিন্তু প্রধান শিক্ষক স্পষ্ট ভাষায় বলে দেন এই স্কুলের বরাদ্ধ বেশি নেই তাই কোন কিছু করার ক্ষমতাও তাদের নেই, বলে জানিয়েছেন অভিভাবকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ