Advertisement

Responsive Advertisement

বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শান্তিরবাজারে মৃত্যু বাইক চালকের

বিশ্বেশ্বর মজুমদার শান্তিরবাজার, ২২নভেম্বর : বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক যুবক। বুধবার দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত ঠাকুরছড়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে বাইকে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয়। 
স্থানীয় লোকজন জানান মৃত যুবকের নাম অমল নন্দীর বয়স ১৯ বছর। তার বাড়ী ঠাকুরছড়া এলাকায়। এদিন বাইক নিয়ে বাড়ি থেকে বের হয় স্থানীয় ঠাকুরছড়া বাজার এলাকায় পৌঁছলে জাতীয় সড়কে একটি মালবাহী ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সঙ্গে সঙ্গে বাইকে আগুন লেগে যায়। এই আগুনে সাগরের শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। জোলাইবাড়ী থেকে দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনা স্থলে পৌঁছে নিহত যুবকের পুড়ে যাওয়া দেহ উদ্ধার করে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। খবর পেয়ে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ মালবাহী ট্রাকটিকে আটক করে বাইখোড়া থানায় নিয়ে আসে। দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ। তরতাজা যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ