Advertisement

Responsive Advertisement

বীরচন্দ্র হাসপাতাল সংলগ্ন এলাকায় রেললাইন থেকে আহত অবস্থায় উদ্ধার এক যুবক

বিশ্বেশ্বর মজুমদার শান্তিরবাজার, ১০নভেম্বর : শান্তির বাজার মহাকুমার অন্তর্গত বীরচন্দ্র হাসপাতাল সংলগ্ন এলাকায় রেললাইন থেকে আহত অবস্থায় উদ্ধার এক যুবক। ঘটনার বিবরনে জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র হাসপাতাল সংলগ্ন এলাকায় সাব্রুম থেকে আগরতলাগামী রেল যাওর পথে রেল লাইনে এক যুবককে পড়ে থাকতে দেখে। ধারনা করা হচ্ছে আগরতলা থেকে সাব্রুম যাবার পথে রেলের ধাক্কায় যুবকটি আহত হয়। যুবকটিকে আহত অবস্থায় দেখার পর শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহত যুবককে উদ্ধারকরে বীরচন্দ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে।
আহত যুবকের নাম উত্তম নোয়াতিয়া (৩৭) বলে জানা যায়। বীরচন্দ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আহত যুবককে উন্নত চিকিৎসারজন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফারকরে। দুর্ঘটনার কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ