Advertisement

Responsive Advertisement

মহারাজগঞ্জ বাজারের হরিনাম কীর্তন সকলকে কাছে নিয়ে আসে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ নভেম্বর : রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারে আয়োজিত শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাসলীলা ও গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসবে সোমবার অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। তিনি নিজে পূজা অর্চনা করেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারের এই উৎসব ঐতিহ্যবাহী উৎসবগুলির মধ্যে অন্যতম। তিনি নিজের ছোটবেলা থেকেই এই উৎসব দেখে আসছেন। আয়োজকদের তরফে তাকে আমন্ত্রণ জানানো হয়, শুধুমাত্র এবছর নয় গত বছরও তিনি এই উৎসবে শামিল হয়েছিলেন। সারা রাজ্যের মানুষ এই উৎসব চলাকালীন সময়ে শামিল হন। সব ধরনের মানুষ এখানে একত্রিত হয় এবং কৃষ্টি সংস্কৃতি তোলে ধরেন। হরিনাম কীর্তন এ বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। উৎসব প্রাঙ্গনে এলে মনে হয় যেন স্বয়ং ভগবান সামনে রয়েছেন, উৎসবের দিনগুলিতে এখানে পরিবেশ এমন সুন্দর হয়ে উঠে। এমন এক উৎসবের আয়োজন করার জন্য মুখ্যমন্ত্রী মহারাজগঞ্জ বাজারের উৎসবের আয়োজকদের ধন্যবাদ জানান। সকলে একসঙ্গে থাকা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন একজনকে আরেকজনের পাশে নিয়ে আসে বলেও অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ