Advertisement

Responsive Advertisement

স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলের উপদেষ্টা একে মিশ্র ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহার বৈঠক


আগরতলা, ২৭ নভেম্বর : ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলের উপদেষ্টা এ কে মিশ্র আগরতলায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহার সঙ্গে বৈঠক করলেন। সোমবার মহাকরণে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, রাজ্যের বিভিন্ন গোষ্ঠীর জনজাতি অংশের যে সব মানুষ রয়েছেন তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের বিষয়টি নিয়ে তাদের দুজনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় সরকার কি কি উন্নয়ন করতে করছে ও আগামী দিনে কি কি উন্নয়ন করতে চায় তার ব্যাপারে মুখ্যমন্ত্রী আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে জনজাতি এলাকাগুলির রাস্তাঘাট স্কুল কলেজ সহ সার্বিক যে সকল উন্নয়ন কাজ করা হচ্ছে তার বিষয় নিয়ে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রী উপদেষ্টাকে আহবান জানিয়েছেন রাজ্যের সবকটি জনজাতি গোষ্ঠীর সমাজপতিদের সঙ্গে আলোচনা করে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে তাদের অভিমত জানার জন্য। শুধু তাই নয় বিভিন্ন রাজনৈতিক দলের জনজাতি নেতা, জনজাতি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করার আহবান জানিয়েছেন। বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে আলোচনা করলে জনজাতি এলাকায় যে সকল সমস্যার রয়েছে এগুলো সম্পর্কে বিস্তারিত ভাবে তিনি জানতে পারবেন।
সব শুনে উপদেষ্টা একে মিশ্রা তাদের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। আলোচনার মধ্য দিয়ে রাজ্যের সকল অংশের মানুষ সুন্দর ভাবে বসবাস করুক রাজ্য সরকার তা চায়, যদি কোন বৈষম্য থাকে তবে তা দূর করার জন্য রাজ্য সরকার প্রস্তুত বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ