Advertisement

Responsive Advertisement

রাজ্যে বর্তমানে শিশু বিক্রির মত কোন পরিস্থিতি নেই: রতন লাল নাথ

আগরতলা, ২৫ নভেম্বর : শিশু বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ত্রিপুরা রাজ্যের রাজনীতি। অভিযোগ রাজ্যের খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়া এলাকায় এক জনজাতি ব্যাক্তি তার সদ্যজাত শিশুকে ৩২হাজার টাকার বিনিময়ে বিক্রি করেছে। রাজ্যের বিরোধী দল গুলির অভিযোগ অভাবের তাড়নায় মানুষ এসব কাজ করছে। শিশু বিক্রির অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যান দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। সাংবাদিকদের তরফে মহাকরনে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে বর্তমানে এমন পরিস্থিতি নেই, যে অভাবের তাড়নায় সন্তান বিক্রি করতে হবে। রাজ্যে প্রচুর পরিমানে কাজ হচ্ছে। সেই সঙ্গে সাধারণ মানুষদের বিপুল পরিমাণে বিনামূল্যে চাল বিতরণ করা হচ্ছে। তিনিও সন্তান বিষয়টি শুনেছেন, কিন্তু এর পেছনে অন্য কোন কারণ রয়েছে বলে তার দাবী। সেই সঙ্গে তিনি আরো জানান এধরণের কোন ঘটনার খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয় এই বিষয়ে তদন্ত করার জন্য। তবে এই রিপোর্ট আসার আগে তিনি নিশ্চিত ভাবে বলছেন অন্য কোন কারণ থাকতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ