Advertisement

Responsive Advertisement

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ২৫ নভেম্বর : ২০২৪সালের সালের লোকসভা নির্বাচন ও সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সফরকে কেন্দ্র করে এখন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসে জোর তৎপরতা চলছে। একদিকে নির্বাচকে কেন্দ্র করে ডিসেম্বর মাস থেকে কর্মসূচী শুরু হয়ে যাবে। সেই সঙ্গে আগামী মাসেই রাজ্যে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী। তার সফরকে কি করে সুন্দর ভাবে সম্পন্ন করা যায় তার জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই বিষয় গুলি নিয়ে আলোচনা করতে শনিবার এক বৈঠকের আয়োজন করা হয়। আগারতলায় আয়োজিতে এই বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী সহ দলের অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্বরা।
এদিনের এই বৈঠক সম্পর্কে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, মূলত এদিন সংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দলের প্রতিটি শাখা সংঘঠনের নেতৃত্বরা অংশ নিয়ে ছিলেন। লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর রাজ্য সফরের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ