Advertisement

Responsive Advertisement

রাজ্য সরকারের প্রতি ঘরে, সুশাসনের অঙ্গ হিসেবে,গ্রাম স্তরে প্রশাসনিক শিবিরের আয়োজন

 বক্সনগর , ২২নভেম্বর : ভারত সরকারের উন্নয়নমুখী প্রকল্পের মধ্যে সংকল্পযাত্রা হিসেবে বিকেশিত বিকশিত হওয়ার লক্ষ্যে, প্রতি ঘরে সুশাসনের অঙ্গ হিসেবে গ্রাম স্তরে প্রশাসনিক শিবির করতে চলেছে রাজ্য সরকার। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার লক্ষ্যে, এবং তাদের ছেলেমেয়েদের সরকারি মূল্যবান কাগজপত্রাদি এবং বিভিন্ন দপ্তরের মাধ্যমে, উন্নয়নমুখী পরিষেবার জন্য, প্রশাসনকে একদম তৃণমূল তরে পৌঁছে মানুষের পাশে থেকে কাজ করার জন্য রাজ্য সরকার নিরন্তন বিশাল প্রশাসনিক শিবিরের আয়োজন করছে। ১৫ নভেম্বর থেকে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ প্রফেসর মানিক সাহা বিকশিত ভারত সংকল্প যাত্রা মাধ্যমে সুশাসন শুভ উদ্বোধন করেন। বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত গ্রাম ১৮ টি পঞ্চায়েত এবং তিনটি ৩টি এডিসি ভিলেজ মধ্যে প্রতি ঘরে সুশাসন শুরু হয়েছে।
বুধবার বেলা সাড়ে দশ টাকা থেকে বেলুয়ারচর গ্রাম পঞ্চায়েতের হল ঘরে,ভেলোয়ারচর,মানিক্য নগর, পুটিয়া, ও দয়াল পাড়া ওই সমস্ত গ্রামের সাধারণ মানুষের জন্য মূল্যবান কাগজপত্রদী, যেমন ওবিসি, এসসি, পিআরটিসি, ইনকাম সার্টিফিকেট, মেরেজ কার্ড, ওই গুলি করার জন্য প্রশাসনের কর্মকর্তা এবং আধিকারিকগণ জনগণের পরিষেবার জন্য শিবিরে আয়োজন করেন। তার পাশাপাশি গঞ্জের সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা, পশু পালন দপ্তরের, পশু চিকিৎসা ড্রিংকিং ওয়াটার স্যানিটেশন এর জলপরিসেবা, আর ডি দফতরেরসমস্ত সুযোগ সুবিধা পেতে দপ্তর শিবিরের মাধ্যমে আয়োজন করেছেন। তাতে করে সাধারণ মানুষ হাতের নাগালের মধ্যে সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করবে, দুঃখ দুর্দশা কষ্ট লাভ হবে যেহেতু আর ছুটতে হচ্ছে না নিজের ঘরেতে কাজকর্ম করতে পারছেন, সময় এবং গাড়ি ভাড়া দুটোই বাচবে, সেই নিয়ে সরকারের প্রতি খুশি সাধারণ অনেক মানুষ। বেলওয়ারচর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিল দাসের অবদান অনস্বিকার্য, তিনি সাধারণ মানুষকে সহযোগিতা করে, প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সাহায্য করছে। অসাধারণ ব্যক্তিত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ