Advertisement

Responsive Advertisement

বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে আগরতলা শহরে পদযাত্রা

আগরতলা, ১৪ নভেম্বর : বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আগরতলা শহরে রেলির আয়োজন করা হয় মঙ্গলবার। ডায়াবেটিস ওয়ালফেয়ার সোসাইটি আগরতলা শাখার উদ্যোগ এদিনের রেলিটি রাজধানীর আই এম এ হাউসের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ ঘুরে পুনরায় আই এম এ হাউসের সামনে এসে শেষ হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেলির শুভ সূচনা করেন পুলিশ একাউন্টাবিলিটি কমিশন চেয়ারম্যান স্বপন দাস, রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডা স্বপন সরকার, বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদ সুবল কুমার দে প্রমুখ। রাজ্যের বিশিষ্ট ডাক্তারসহ সমাজের নানা অংশের এবং নানা বয়সী মানুষ রেলিতে অংশ গ্রহণ করেন।
 রেলির শুরুতে রাজ্যের বিশিষ্ট ডায়াবেটিস চিকিৎসক স্বপন সরকার বলেন, দেশে ডায়াবেটিস মহামারী রূপ ধারণ করেছে। তাই একে প্রতিরোধ করতে হবে। ডায়াবেটিস প্রতিরোধ করার একমাত্র উপায় হচ্ছে সকলের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং খাওয়া-দাওয়া ও জীবনশৈলীতে পরিবর্তন আনতে হবে। শারীরিক পরিশ্রম করতে হবে এবং পরীক্ষা নিরিক্ষা করতে হবে নিয়মিত ভাবে। তিনি আরো বলেন বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা এই রূপ প্রতিহত করার জন্য উন্নততর ঔষধ তৈরির বিষয়ে নিয়মিতভাবে পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ