Advertisement

Responsive Advertisement

আর্ট অফ লিভিং এর আগরতলা শাখার উদ্যোগে দীপাবলিতে নারায়ণ সেবা অনুষ্ঠিত

আগরতলা, ১৫ নভেম্বর: আর্ট অফ লিভিং এর তরফে বছর ভর নানা সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে দেওয়ালি উপলক্ষে তাদের তরফে নারায়ন সেবার আয়োজন করা হয়। রাজধানীর বনমালীপুর মন্দির ও নলেজ সেন্টারে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
এদিন প্রথমে গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর দেবজীর প্রতিকৃতির সামনে এবং সারা মন্দিরে প্রদীপ জ্বালিয়ে দেওয়ার হয়। সেই সঙ্গে নারায়ন সেবার আয়োজন করা হয়। প্রায় ৫০০জনের বেশী মানুষকে মহাপ্রসাদ ও মিষ্টি বিতিরণ করা হয় বলে জানিয়েছেন আর্ট অফ লিভিং এর বনমালিপুর আগরতলার কনভেনার নুপুর দেববর্মা। আগামী দিনের এ ধরনের সামাজিক কর্মসূচি জারি থাকবে বলেও জানিয়েছেন তিনি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ