আগরতলা , ১২ মার্চ: রাজ্যের হাসপাতালগুলির রক্তের চাহিদার বিষয়টির কথা চিন্তা করে এবার এগিয়ে আসলেন খোদ ব্লাডব্যাংকের কর্মীরা এবং চিকিৎসকেরা। রবিবার আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাংকে কর্মরত চিকিৎসক এবং কর্মীরা এক রক্তদান শিবিরের আয়োজন করেন। উপস্থিত ছিলেন আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ দাস।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডঃ দিলীপ দাস বলেন রক্তদানের জন্যে মানুষের মধ্যে জাগরুক ভাব তা সমাজের জন্য অত্যন্ত মঙ্গলজনক। এদিন তিনি বিভিন্ন ক্লাব, সরকারি অফিস, বেসরকারি সংস্থার কর্মীদের কাছে আহ্বান রাখেন রক্তদানে এগিয়ে আসার জন্য। তিনি বলেন প্রত্যেকদিন যদি ২০প্যাকেট করে রক্ত পাওয়া যায় তাহলে এরক্ত সংকট অনেকটাই মিটিয়ে ফেলা যাবে। এদিন রক্তদানের উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান ডঃ দিলীপ দাস। এর পাশাপাশি সামাজিক মাধ্যমে জনগণকে সতর্ক করার যে ভূমিকা ব্লাড ব্যাংকের কর্মীরা গ্রহণ করেছে তার সর্বান্তকরণে সমর্থন জানান।
0 মন্তব্যসমূহ