আগরতলা, ১২মার্চ ২০২৩: ত্রিপুরা সরকারের জোট সরিক আইপিএফটি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার। আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এই বৈঠকে দলের প্রায় সকল শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি এদিন জোলাইবাড়ি কেন্দ্রের আইপিএফটি-র জয়ী প্রার্থী এবং রাজ্য মন্ত্রীসভার সদস্য শুক্লা চরণ নোয়াতিয়াকে সংবর্ধনা জানানো হয় দলের তরফে।
শুক্লা চরণ নোয়াতিয়া বলেন, বিজেপি এবং আইপিএফটি জোট সরকারকে হারানোর জন্য অনেকেই অনেক ধরনের চক্রান্ত করেছে। কংগ্রেস এবং বামফ্রন্ট নিজেদের মধ্যে জোট করেছে। তারা যেমন প্রকাশ্যে জোট করেছে তেমনি অনেকে অঘোষিতভাবেও জোট করেছে। যার ফলে আইপিএফটির আসন সংখ্যা কমেছে এবারের নির্বাচনে এই বিষয়গুলো নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে। আগামী দিনের কাজকর্ম স্থির করা হয়েছে।
0 মন্তব্যসমূহ