আগরতলা, ১০মার্চ ২০২৩: রাজ্যের মন্ত্রিসভার সদস্যদের মধ্যের দপ্তর বন্টন করা হলো।
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, স্বরাষ্ট্র, পূর্ত দপ্তর, উৎসহ অন্যান্য বাকি অবন্টিত দপ্তর গুলোর দায়িত্ব নিজের হাতে রেখেছেন। মন্ত্রী রতন লাল নাথ পেয়েছেন বিদ্যুৎ, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর, নির্বাচন দপ্তরের দায়িত্ব। মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় পেয়েছেন, অর্থ দপ্তর, পরিকল্পনা এবং সমন্বয় দপ্তর, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর। মন্ত্রী সুশান্ত চৌধুরী পেয়েছেন খাদ্য এবং জনসংভরন দপ্তর, পরিবহন, পর্যটন দপ্তর। মন্ত্রী সান্তনা চাকমা পেয়েছেন শিল্প এবং বাণিজ্য দপ্তর, কারা দপ্তর, অন্যান্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। মন্ত্রী বিকাশ দেববর্মা পেয়েছেন জনজাতি কল্যাণ দপ্তর, হস্ত তাঁত হস্ত কারু এবং রেশম শিল্প উন্নয়ন দপ্তর, পরিসংখ্যান দপ্তর। মন্ত্রী সুধাংশু দাস পেয়েছেন তপশিলি জাতি উন্নয়ন দপ্তর, প্রাণিসম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর। মন্ত্রী টিংকু রায় পেয়েছেন যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর, সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর, শ্রম দপ্তরের দায়িত্ব। মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া পেয়েছেন তপশিলি উপজাতি উন্নয়ন দপ্তর, সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এবং সমন্বয় দপ্তর।
শুক্রবার রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বন্টনের কথা ঘোষণা করেন।
0 মন্তব্যসমূহ