তেলিয়ামুড়া, ১০মার্চ : রাজ্যের প্রত্যন্ত ব্লক হিসেবে পরিচিত তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের সার্বিক উন্নয়নের স্বার্থে এক রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। ব্লকের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তর, হস্ত তাঁত হস্ত কারু এবং রেশম শিল্প উন্নয়ন দপ্তর, পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী এবং এলাকার বিধায়ক বিকাশ দেববর্মা।
এই ব্লক এলাকার বিভিন্ন অঞ্চল এখনো বহু ক্ষেত্রেই কার্যত পিছিয়ে রয়েছে। শিক্ষা স্বাস্থ্য পানীয় জল রাস্তাঘাট সব ক্ষেত্রেই এলাকার মানুষজন স্বাধীনতার এত বছর পরেও পিছিয়ে রয়েছে। তাই এই এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে এবং সরকারি প্রকল্প গুলি যেন মানুষ সঠিকভাবে পায় তার জন্য শুক্রবার ব্লকের কনফারেন্স হলে মন্ত্রী বিকাশ দেববর্মা পৌরহিত্যে এক রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, ব্লক আধিকারিক সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসারগণ ও জনপ্রতিনিধিরা। বৈঠকে এলাকার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয়। অত্যন্ত সদজন ব্যক্তি মন্ত্রী বিকাশ দেব্বর্মার হাত ধরে এলাকার দ্রুত উন্নয়ন হবে বলে আশাবাদী সাধারণ মানুষ।
0 মন্তব্যসমূহ