আগরতলা, ১৪ মার্চ ২০২৩: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষা ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রাজ্যের উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও আশীর্বাদ জানিয়েছেন। রাজ্যের সর্বত্র শান্তি শৃঙ্খলার পরিবেশ বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী অভিভাবক, সমাজকর্মী এবং নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন পরীক্ষা জীবনের একটি মাপকাঠি কিন্তু কখনোই তা চূড়ান্ত বলে বিবেচিত নয়। জীবনকে এগিয়ে নিয়ে যেতে গেলে নিষ্ঠা, চর্চা, সততা, অধ্যবসায়ের সাথে জ্ঞান অর্জন করা প্রয়োজন। পরীক্ষা কোনো ভীতি নয়। স্বাভাবিক স্বাচ্ছন্দ্য নিয়ে নির্ভয়ে নিজের লব্ধ জ্ঞানকে বুদ্ধিমত্তার সঙ্গে প্রয়োগ করলেই সাফল্য সম্ভব। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী ‘পরীক্ষা পে চর্চা'য় ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছেন, অভয় দিয়েছেন এবং সকলকে এগিয়ে যাবার প্রেরণা জুগিয়েছেন।
মুখ্যমন্ত্রী পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করেছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে পরীক্ষাপর্ব সম্পন্ন করার জন্য শিক্ষক শিক্ষিকা সহ পরীক্ষার কাজে যুক্ত সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ