তেলিয়ামুড়া, ১৪ মার্চ ২০২৩: ড্রাগস সহ আটক ২ যুবক! সঙ্গে উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট সংলগ্ন এলাকায়। পুলিশ একটি মাদক মামলা হতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে।
সংবাদের জানা যায়, আগরতলা থেকে TR-01W6267 নম্বরের একটি মোটরসাইকেল যোগে বাইক নিয়ে দুই যুবক ড্রাগস সহ তেলিয়ামুড়ার দিকে আসছিল। এই গোপন সংবাদটি মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার কাছে আসলে উনি পুলিশ কর্মীদের নিয়ে হাওয়াইবাড়ি এলাকায় উৎ পেতে বসে। সেই সময় বাইকটি আসলে সেই বাইকটিকে আটক করে থানায় নিয়ে আসে।
বাইকে থাকা আকাশ সরকার(১৮) ও রাজদীপ বণিক(১৮) -কে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৮০ কৌটা ড্রাগস সহ দুটি মোবাইল ফোন উদ্ধার হয়। এই ক্ষেত্রে পুলিশ একটি মাদক মামলা হাতে নিয়ে তদন্তে।
0 মন্তব্যসমূহ