Advertisement

Responsive Advertisement

মহারাজগঞ্জ বাজারে বাজি বিরোধী অভিযান

আগরতলা, ১২ফেব্রুয়ারী:  ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে অবাদ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতে একের পর এক বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে রবিবার রাজধানী আগরতলার অন্যতম বড় মহারাজগঞ্জ বাজারে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালায় সদর মহকুমা প্রশাসন। বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হয়। বহু দোকান থেকে এদিন উদ্ধার হয় নিষিদ্ধ শব্দবাজি এবং এগুলোকে আটক করে নিয়ে যাওয়া হয়।
 এদিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন সদর মহকুমা শাসকের অফিসের অন্তর্গত আগরতলা পূর্ব শাখার ডিসিএম সুবর্ণ মুরাসিং। তিনি জানান বাজেয়াপ্ত করা শব্দবাজি গুলো ধ্বংস করে ফেলা হবে। পাশাপাশি তার সঙ্গে ছিলেন খাদ্য এবং জনসংবরণ দপ্তরের একাধিক আধিকারিক ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা। নির্বাচনের ফল প্রকাশ এর আগে পর্যন্ত তাদের এই ধরনের অভিযান জারি থাকবেজারি থাকবে বলেও জানিয়েছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ