Advertisement

Responsive Advertisement

বাইক চুরি চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার চুরি যাওয়া পাঁচটি বাইক



আগরতলা, ১৫ ডিসেম্বর : বাইক ছিন্তাইয়ের একটি গ্যাং এর চার সদসকে জালে তুলল পশ্চিম থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হল পাঁচটি বাইক। এই গ্যাংটির হেডকোয়ার্টার ছিল লঙ্কামুড়ায়। সোমবার সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই তথ্য জানান।
শহরে বাইক চুরির একটি গ্যাং এর হদি স পেল পশ্চিম থানার পুলিশ। ইতিমধ্যেই এই গ্যাংয়ের চার সদসকে পুলিশ জালে তুলেছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া পাঁচটি বাইক উদ্ধার করা হয়েছে। গত ১২ ডিসেম্বর রাজধানীর লেক চৌমুহনী এলাকা থেকে একটি বাইক চুরি হয়। এই চুরির ঘটনার তদন্তে নেমে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি রামনগর থেকে একজনকে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে রাজধানী থেকে বাইক চুরি কান্ডের সাথে জড়িত একটি গ্যাংয়ের সন্ধান পায় পুলিশ। রবিবার রাতে পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়ে লঙ্কা মুড়া থেকে আরো তিন জনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চুরি যাওয়া পাঁচটি বাইক পুলিশ উদ্ধার করতে সমর্থ হয়। ধৃতরা হলো রাজু শুক্ল দাস, প্রদীপ নম, বিষ্ণু দেবনাথ এবং সুরজিৎ দেবনাথ। এদিন পশ্চিম থানায় বসে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই সংবাদ জানান।
এদিন সদর এসডিপিও ডিপি রায় আরো জানান, সংশ্লিষ্ট গ্যাংটির সাথে জড়িত আরও দুজনের নাম পাওয়া গেছে। অবিলম্বেই তাদের জালে চলা হবে। তিনি আরো জানান, চুরি করা বাইক গুলি ব্যবহার করে অভিযুক্তরা রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের কাজ করতো। এই অভিযোগের প্রমাণও পাওয়া গেছে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ