Advertisement

Responsive Advertisement

জিরানীয়া–বোধজংনগর নতুন রেললাইন স্থাপনে জরিপের অনুমোদন




আগরতলা, ১৫ ডিসেম্বর: রাজ্যের রেল পরিকাঠামোকে আরও মজবুত করতে এবং শিল্পোন্নয়নে গতি আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। জিরানীয়া থেকে বোধজংনগর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের জন্য জরিপের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। এই সিদ্ধান্তকে রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
প্রস্তাবিত জিরানীয়া–বোধজংনগর রেললাইনটি চালু হলে শিল্পনগরী বোধজংনগর থেকে শিল্পজাত পণ্য পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ রেল করিডোর হিসেবে কাজ করবে। এর ফলে শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও উদ্যোগপতিদের পরিবহণ ব্যয় কমবে এবং পণ্য পরিবহণ আরও দ্রুত ও সহজ হবে। একই সঙ্গে রাজ্যের সাধারণ মানুষও এই উন্নত রেল পরিষেবার সুবিধা পাবেন।
রেল মন্ত্রকের অনুমোদিত এই জরিপ সম্পন্ন হওয়ার পর নতুন রেললাইন স্থাপনের কাজ শুরু হলে পশ্চিম জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলিতেও শিল্প উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং সার্বিকভাবে আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে সমগ্র অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতেই এই প্রকল্প বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য রাজ্য সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং রেল দপ্তরের আধিকারিকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, এই প্রকল্প রাজ্যের শিল্প ও পরিকাঠামোগত উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ