Advertisement

Responsive Advertisement

বিয়ে বাড়িতে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে অগ্নিকাণ্ড আহত এক




আগরতলা, ৭ ডিসেম্বর : বিয়ে বাড়িতে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে সৃষ্ট অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম শ্রীকৃষ্ণ পাল ।ঘটনা রবিবার সকালে রাজধানীর জয়নগর মিডেল রোডের পুকুরপাড় এলাকায়।
বিয়ে বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার লিক হয়ে অগ্নিকাণ্ড। আগুন আয়তে আনতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম শ্রীকৃষ্ণ পাল। ঘটনা রবিবার সকালে রাজধানীর জয়নগর মিডেল রোডের পুকুরপাড় এলাকার এক বিয়ে বাড়িতে। জানা গেছে, এলাকার নারায়ণ দেবনাথের মেয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে রান্নার কাজ চলছিল। এলাকারই শ্রীকৃষ্ণ পাল নামে এক গ্যাস সিলিন্ডার ডেলিভারি বয় রান্নার কাজের জন্য দুটো সিলিন্ডার এনে দেন। একটি সিলিন্ডারে চুল্লি লাগিয়ে বিদ্যুৎ সংযোগ করতেই সিলিন্ডার থেকে গ্যাস লীগ হতে শুরু করে। এতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে গ্যাসের চুল্লি অফ করতে যান গ্যাস ডেলিভারি বয়।তখন তার হাতে এবং পায়ে আগুন লেগে যায় ।এতে অগ্নিদগ্ধ হন তিনি। এরই মধ্যে খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে আগুন আয়ত্তে আনেন। তারা অগ্নিদগ্ধ ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। এদিন জিবি হাসপাতালে আহত শ্রীকৃষ্ণ পাল জানান, গ্যাসের সংশ্লিষ্ট চুল্লিতে গোলযোগ ছিল। তা থেকেই এই অগ্নিকাণ্ডের উৎপত্তি। তিনি চুল্লির সুইচ অফ করতে গেলে শরীরে আগুন লেগে যায়।
বর্তমানে অগ্নিদগ্ধ ব্যাক্তি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। সাত সকালে বিয়ে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জয়নগর মিডেল লেন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ