Advertisement

Responsive Advertisement

২৭টি মোবাইল উদ্ধার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ




আগরতলা, ৭ ডিসেম্বর : হারিয়ে যাওয়া ২৭ টি মোবাইল ফোন উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দিল পশ্চিম থানার পুলিশ। রবিবার পশ্চিম থানায় সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক।
অক্টোবর মাস থেকে শুরু করে চলতি মাস পর্যন্ত রাজধানীর পশ্চিম থানার অধীন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্যক্তির মোবাইল খোয়া যায়। সংশ্লিষ্ট ক্ষেত্রে মোবাইল মালিকরা থানায় জিডি এন্ট্রি করেন। এই এন্টির ভিত্তিতে তদন্ত চালিয়ে পশ্চিম থানার পুলিশ অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত মোট ২৭টি মোবাইল উদ্ধার করে। রবিবার সংশ্লিষ্ট মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এই উপলক্ষে পশ্চিম থানায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক। তিনি জানান, সম্প্রতি রাজধানী শহরে মোবাইল হারানোর ঘটনা বৃদ্ধি পাচ্ছিল। এই ক্ষেত্রে থানায় অভিযোগ জমা পড়ছিল। এই সমস্ত অভিযোগ গুলির তদন্ত করতে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়। তদন্তকারী দলটি তদন্তে নেমে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার্ড বা সিইআইআর এর মাধ্যমে ২২টি মোবাইল উদ্ধার করে। এছাড়া বাকি পাঁচটি মোবাইল অন্যান্য স্থান থেকে উদ্ধার করা হয়। পশ্চিম জেলার পুলিশ সুপার জানান, রবিবার সংশ্লিষ্ট মোবাইল মালিকদের হাতে উদ্ধার হওয়া মোবাইলগুলি তুলে দেওয়া হয়।
সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার পুলিশ আধিকারিক জানান, রাজ্যে সাইবার অপরাধ- ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ পি'কে নামে একটি ফ্রড চলছে।মোবাইলের হোয়াটসঅ্যাপে এপিকে'র মাধ্যমে মেসেজ আসছে। এতে ক্লিক করলেই সংশ্লিষ্ট মোবাইলের সমস্ত ডাটা তৃতীয় কোন ব্যক্তির কাছে চলে যাচ্ছে। এই ধরনের এপিকে অ্যাপ থেকে সাবধান থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। তিনি আরো জানান, কাউকে ওটিপি শেয়ার করা যাবে না। সংশ্লিষ্ট বিষয়ে সন্দেহ হলে সাইবার হেল্পলানে অথবা থানায় রিপোর্ট করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি। সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, উদ্ধারকৃত মোবাইল গুলি মিসিং হিসেবে জি ডি এন্ট্রি করা ছিল। মোবাইল চুরির কোন অভিযোগ ছিল না। তাই সংশ্লিষ্ট ক্ষেত্রে কাউকে গ্রেফতার করা হয়নি। মোবাইল চুরি সংক্রান্ত অভিযোগ গুলির ক্ষেত্রে পুলিশি তদন্ত চলছে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ