আগরতলা, ১৬ ডিসেম্বর : যোগগুরু বাবা রামদেবের পতঞ্জলি যোগাপীঠের সাথে মৌ স্বাক্ষর করল রাজ্য সরকার। এই মৌস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা এবং পতঞ্জলি যোগাপিঠের ডাক্তার আচারিয়া বাল কৃষ্ণান। এই মৌস্বাক্ষর অনুষ্ঠান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, পতঞ্জলি রাজ্যে ৩৫০ থেকে ৪৫০ কোটি টাকা বিনিয়োগ করবে।
যোগা পুরুষ বাবা রামদেবের পতঞ্জলি যোগা পিঠের সাথে এক চুক্তিতে আবদ্ধ হলো রাজ্য সরকার। মঙ্গলবার রাজধানীর টিআইএফটি কনফারেন্স হলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা, উত্তরাখণ্ডের পতঞ্জলি যোগা পিঠের ডক্টর আচারিয়া বাল কৃষ্ণান সহ অন্যান্যরা। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এর ফলে রাজ্যে আগামী দিনের জন্য একটি রাস্তা খুলে যাবে। প্রকৃতির মধ্যেই সবকিছু রয়েছে। রাজ্যের প্রকৃতিতে যে এত কিছু রয়েছে তা আমরা জানিই না ।তিনি জানান, এই চুক্তির ফলে এগ্রি টেক ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সবমিলিয়ে ৩৫০ থেকে ৪৫০ কোটি টাকা বিনিয়োগ করবে পতঞ্জলি যোগাপীঠ।
উল্লেখ্য রাজ্যে অনেক দিন ধরেই পতঞ্জলি সংস্থা সক্রিয়। রাজ্যের ৮ জেলায় পতঞ্জলির প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক রয়েছেন। দুই হাজার প্রশিক্ষিত যৌগ শিক্ষক রয়েছেন। রাজ্যে প্রতিদিন তিনশোরও বেশি ফ্রি যোগ ক্লাস পরিচালিত হচ্ছে।
0 মন্তব্যসমূহ