আগরতলা, ১৬ ডিসেম্বর: নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্য পুলিশের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে ফের বড় সাফল্য এল। বিগত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় পরিচালিত একাধিক নেশাবিরোধী অভিযানে আনুমানিক ৫.৫ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে রাজ্য পুলিশ। এই অভিযানে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
উনকোটি জেলায় কুমারঘাট থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ১.৫ কোটি টাকা মূল্যের ২ কেজি ৮২০ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগর থানার পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে আনুমানিক ২.৫ কোটি টাকা মূল্যের ৪৪ হাজার ইয়াবা ট্যাবলেট। এই ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে ধলাই জেলায় আমবাসা থানার পুলিশ দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। এই অভিযানে আনুমানিক ১.৫ কোটি টাকা মূল্যের ৬৯ গ্রাম ব্রাউন সুগার (৪৫ গ্রাম ও ২৪ গ্রাম) এবং ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
রাজ্য পুলিশের এই ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা নেশাবিরোধী অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ আধিকারিক ও জওয়ানদের অসংখ্য সাধুবাদ জানান। তিনি বলেন, জিরো টলারেন্স নীতি নিয়ে নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে সংকল্প রাজ্য সরকার নিয়েছে, তা বাস্তবায়নে পুলিশ প্রশাসনের এই তৎপরতা অত্যন্ত প্রশংসনীয়।
0 মন্তব্যসমূহ