আগরতলা, ১৬ ডিসেম্বর : ৫৪তম বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের শুভেচ্ছা জ্ঞাপন করলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর অ্যালবার্ট এক্কা পার্কে শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে রাজ্যপাল বলেন, এই বিজয় দিবস ভারতবাসীদের কাছে গর্বের বিষয়।
মঙ্গলবার সারাদেশে ৫৪ তম বিজয় দিবস পালিত হচ্ছে। এই দিনেই ভারতের সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করেন এবং এর ফলে পূর্ব পাকিস্তান মুছে গিয়ে পৃথিবীর মানচিত্রে সার্বভৌম বাংলাদেশ নামের রাষ্ট্রের জন্ম হয়। একাত্তরের সেই যুদ্ধে ভারতীয় সেনাদের অবদান ছিল উল্লেখযোগ্য। আর বীর সেনাদের মধ্যেই একজন ছিলেন আলবার্ট এক্কা। যুদ্ধের সময় তিনি পাক সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে বীরের মৃত্যুবরণ করেন। পরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর লিচুবাগান এলাকায় অ্যালবার্ট এক্কা মেমোরিয়াল গড়ে তোলা হয়। মঙ্গলবার অ্যালবার্ট এক্কা মেমোরিয়ালে মুক্তিযুদ্ধের সময় শহীদ বীর সেনাদের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। তার সাথে ছিলেন সেনাবাহিনী এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা। এই অনুষ্ঠানে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যপাল বলেন, ১৯৭১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মুক্তিযোদ্ধাদের পাশে থাকার সিদ্ধান্ত নেন। সেই মতো ত্রিপুরা রাজ্যেও মুক্তিযুদ্ধারা এসে ঘাঁটি গড়ে। তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধারা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালায়। এই সময় অ্যালবার্ট এক্কা পাক সেনাবাহিনীর হাতে শহীদ হন। রাজ্যপাল বলেন, মুক্তিযুদ্ধ ভারত এবং ভারতবাসীর কাছে একটি গর্বের বিষয়।
৫৪তম বিজয় দিবস উপলক্ষে এদিন সেনা বাহিনীর পক্ষ থেকে রাজ্যপালের হাতে একটি স্মারক তুলে দেওয়া হয়। এদিন সেনাবাহিনীর পক্ষ থেকেও শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
0 মন্তব্যসমূহ