Advertisement

Responsive Advertisement

আন্তরিকতা ও সৌভ্রাতৃত্বের আবহে আগরতলায় বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন





আগরতলা, ১৬ ডিসেম্বর:
প্রতি বছরের ন্যায় এ বছরও আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হলো বাংলাদেশের মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকায় সহকারী হাইকমিশন অফিস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার হাসান আল বাসার, প্রথম সচিব শরীফ আহমেদ, দূতাবাস প্রধানসহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরার মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য, অধ্যাপক মিহির দেব, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. অনুপ কুমার সাহা, বিশিষ্ট সাংবাদিক অমিত ভৌমিকসহ সমাজের নানা স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সহকারী হাই কমিশনার হাসান আল বাসার বলেন, “মুক্তিযুদ্ধ শুধু একটি ভূখণ্ডের জন্য সংগ্রাম ছিল না, এটি ছিল বাঙালির জাতিসত্তা, সম্মান ও অধিকার রক্ষার লড়াই।” তিনি আরও বলেন, স্বাধীনতার পরও যখনই বাঙালির অধিকার, বাকস্বাধীনতা ও ভোটাধিকারের ওপর আঘাত এসেছে, তখনই জনগণ সোচ্চার হয়েছে। তিনি আগস্ট বিপ্লবে অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এছাড়াও তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে আগরতলাসহ সমগ্র ত্রিপুরা রাজ্যের মানুষের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তাঁর বক্তব্যে উঠে আসে, মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার মানুষ বিপুল সংখ্যক বাংলাদেশি শরণার্থীকে আশ্রয় দিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে ঐতিহাসিক ঐক্য, বন্ধুত্ব ও মেলবন্ধনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্বে আগরতলার ঈশ্বরী পাঠশালার কচিকাঁচা শিল্পীরা মনোমুগ্ধকর দেশাত্মবোধক গান পরিবেশন করে। পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সমবেত সংগীত ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
সব মিলিয়ে আন্তরিকতা, শ্রদ্ধা ও সৌভ্রাতৃত্ববোধের আবহে আগরতলায় উদযাপিত হলো এ বছরের বাংলাদেশের মহান বিজয় দিবস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ