আগরতলা, ১০ ডিসেম্বর : নাগিছড়াস্হিত ফিস ট্রানশিপমেন্ট ইয়ার্ড এর সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে। বুধবার নাগিছড়ার ফিস ট্রানশিপমেন্ট ইয়ার্ড পরিদর্শনে গিয়ে এই কথা জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
সম্প্রতি শহরতলীর নাগিছড়া এলাকায় আগরতলা পৌরনিগমের উদ্যোগে একটি ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড গড়ে তোলা হয়। এই ফিস ট্রানশিপমেন্ট ইয়ার্ডে বহি রাজ্য থেকে মাছ বাহি বড় বড় গাড়িগুলি আসে। সেখান থেকে ছোট গাড়ি করে মাছ শহরের বিভিন্ন বাজারে নিয়ে যাওয়া হয়। এতে শহর একদিকে যেমন যানজট মুক্ত থাকে তেমনি শহর পরিষ্কার-পরিচ্ছন্নও থাকে। ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ডে কিছু সমস্যা রয়েছে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে বুধবার আগরতলা পুর নিগমের মেয়র সহ আধিকারিকরা নাগিছড়া এলাকায় যান। তারা ইয়ার্ডের বিভিন্ন সমস্যাগুলি সম্পর্কে অবগত হন। ফিস ট্রানশিপমেন্ট ইয়ার্ডের পরিচালন কমিটির সদস্যরা জানান ,বহি রাজ্য থেকে আসা মাছবাহি গাড়িগুলির বর্জ্য পদার্থ যেমন তোষ, থারমোকল ইত্যাদি পুঞ্জিভূত অবস্থায় পড়ে থাকে।এগুলি পরিষ্কারের কোন ব্যবস্থা করা হচ্ছে না।পাশাপাশি ফিস ট্রানশিপমেন্ট ইয়ার্ডের নর্দমা থাকলেও এই নর্দমা নিয়মিত সাফাই না হওয়ায় মাছের গাড়িগুলি থেকে নির্গত জল ভেতরে জমে থাকে। এতে দুর্গন্ধ ছড়ায়। এছাড়া এই ফিস ট্রানশিপমেন্ট ইয়ার্ডে আলোর ব্যবস্থাও তেমন একটা নেই। নেই সিকিউরিটি গার্ডের অফিস ঘরও। কর্তৃপক্ষ আগরতলা পৌর নিগমের নিকট এই সমস্যাগুলি তুলে ধরেন। বিষয়গুলি নিয়ে মেয়র আগরতলা পৌর নিগমের আধিকারিকদের সাথে কথা বলে। উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র এই কথা জানান। তিনি জানান ,ব্যবসায়ীরা সহযোগিতা করছেন। কিন্তু ফিস ট্রানশিপমেন্ট ইয়ার্ডের সাথে ব্যবসায়ী মহলের সমন্বয়ের অভাব রয়েছে। এই বিষয়টি দূরীকরণ করতে হবে। পাশাপাশি ইয়ার্ডের জল নিষ্কাশন ব্যবস্থা, বৈদ্যুতিক ব্যবস্থার সম্প্রসারণ এবং সিকিউরিটি গার্ডদের থাকার ব্যবস্থা করির উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন নাগিছাড়ার ফিস ট্রানশিপমেন্ট ইয়ার্ড পরিবেশন কালে মেয়রের সাথে ছিলেন আগরতলা পৌরনিগমের আধিকারিক ডি কে চাকমাসহ অন্যান্য আধিকারিকরা।
0 মন্তব্যসমূহ